Microworkers এর বিকল্প-২: Rapidworkers

আজকের পোস্টে microworkers এর দ্বিতীয় বিকল্প নিয়ে আলোচনা করবো। আর ইতোমধ্যেই জেনে গেছেন যে এর দ্বিতীয় বিকল্প কোনটি। হ্যা, Rapidworkers আর এটি microworkers এর একটি যোগ্য প্রতিযোগী ওয়েবসাইট। এখানেও আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে আয় করতে পারেন। তবে একটি বিষয় আছে যা একে সবগুলো মাইক্রো জবস ওয়েবসাইট থেকে আলাদা করে আর তা হলো এর সর্বনিম্ন উত্তোলন করার পরিমানটি। অবিশ্বাস্য হলেও সত্যি যে Rapidworkers থেকে অর্থ উত্তোলন করতে হলে আপনার একাউন্ট এ সর্বনিম্ন ৪ ডলার + ৬ % ফি  এর সমপরিমাণ অর্থ থাকতে হবে। অর্থাৎ মাত্র সাড়ে চার ডলার হলেই আপনি অর্থ উত্তোলন করতে পারছেন। এবার আপনি ই বিবেচনা করে দেখুন এ ক্ষেত্রে এর চেয়ে আর কি বা ভালো হতে পারে?

microworkers alternative rapidworkers
Image : Rapidworkers

Rapidworkers এ যেভাবে নিবন্ধন করবেন:

প্রথমে Rapidworkers এ ক্লিক করে এর হোমপেজ এ প্রবেশ করুন।

এবার SIGN UP NOW এ ক্লিক করুন। নিচের মত একটি ফর্ম পাবেন।

microworkers alternative rapidworkers sign up form
Image : Rapidworkers Sign Up Form


Name, Email, Password, Country এবং Security Code(ক্যাপচা কোড) সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। Create my account বাটনে ক্লিক করুন। সব শেষে ইমেইল ভেরিফিকেশন লিংক এ ক্লিক করে ইমেইল ভেরিফাই করে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

বি:দ্র: উপরের ফর্মেই লিখা আছে আপনি একটির অধিক একাউন্ট করলে Rapidworkers থেকে ব্যান হবেন। আর নাম লিখার ক্ষেত্রে আপনার আসল এবং পুরো নামটি ই লিখুন(জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।

Rapidworkers এ যেভাবে কাজ করবেন:

আপনার Rapidworkers এর একাউন্টে লগইন করুন। এবার দেখতে পাবেন কাজের একটি বিশাল তালিকা। আসলে এই বিশাল তালিকার সব কাজ ই আপনি করতে পারবেন না। কারণ বেশির ভাগই বিদেশীদের জন্য। তাহলে আপনি কোন গুলো করতে পারবেন? একমাত্র International কাজগুলো আপনি করতে পারবেন। আরো ভালো করে বুঝতে নিচের ছবিটিতে লক্ষ্য করুন -

Microworkers alternative Rapidworkers Job

লক্ষ্য করুন - জব লিস্টিং এর প্রথমে দেওয়া আছে জব এর নাম , তারপর দেওয়া আছে কোন দেশের ওয়ার্কার কাজটি করতে পারবে সেটি, তারপর দেওয়া আছে কাজের মুল্য ও সময় এবং কতজন ওয়ার্কার কাজটি এই পর্যন্ত করেছেন। 
জবটি করতে চাইলে এর নাম এ ক্লিক করুন। একটি পপ আপ পেজ আসবে। সেখানে What is expected from workers? এর নিচে কাজটি কিভাবে করতে হবে তার বিবরণ পাবেন এবং Required proof that task was finished? এর নিচে পাবেন কাজ শেষে কোনটি প্রুফ হিসেবে এম্প্লয়ের কে সেন্ড করতে হবে। কাজ শেষে PROOF BOX - Enter the proof in the box below এর নিচের খালি ঘরে প্রুফ দিয়ে দিতে হবে। এবং সব শেষে I confirm that I have follow instructions and completed this task! বাটনে ক্লিক করে কাজটি সম্পন্ন করতে হবে।

Rapidworkers থেকে যেভাবে অর্থ উত্তোলন করবেন:

Rapidworkers থেকে দুইটি উপায়ে অর্থ উত্তোলন করা যায়।

১. Paypal
২. Payza

আগেই বলা হয়েছে যে আপনার একাউন্ট এ প্রায় সাড়ে চার ডলার এর সমপরিমাণ অর্থ থাকতে হবে। তাহলেই আপনি এই দুই পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন। অর্থ উত্তোলনের জন্য Support ট্যাব এ ক্লিক করুন। সাপোর্ট পেজ এর নিচে বাম দিকে Submit বাটন এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেজ আসবে।
Microworkers alternative Rapidworkers Support Page
Image : Rapidworkers Support Page

'Subject' ঘরে লিখুন Payza Withdrawal এবং 'Message' ঘরে লিখুন -

Sir, Please send money to my Payza Account.

Payza Account: youremail@gmail.com
Withdrawal Amount: 14$

সব শেষে 'Send Message ' বাটনটিতে ক্লিক করুন। পেমেন্ট আপনার Payza একাউন্টে জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

[বি: দ্র: youremail@gmail.com স্থলে আপনার Payza একাউন্ট এর ইমেইল ব্যবহার করুন]

Microworkers এর বিকল্প-১: minijobz

যারা Microworkers এ কাজ করে থাকেন তাদের অনেককেই দেখা যায় কাজ না পেয়ে হতাশায় ভোগেন। অথচ Microworkers এর কিন্তু অনেক বিকল্প রয়েছে আর এরকমই একটি বিকল্প ওয়েবসাইট হচ্ছে Minijobz ছোট ছোট কাজ করে এখানে ও কিন্তু আপনি আয় করতে পারেন। এই ওয়েবসাইটটিতে রয়েছে রেফারেল সিস্টেম। ফলে আপনি আপনার বন্ধু বা নিকট আত্বীয়-স্বজন দের রেফার করে আয় এর পরিমান বাড়াতে পারবেন। আর এই ওয়েবসাইট নিয়মিত পেমেন্ট দিয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো - যেখানে মাইক্রোওয়ার্কার্স এ সর্বনিম্নে ৯.৫৮ ডলার হলেই অর্থ উত্তোলন করা যায়। সেখানে Minijobz এ সর্বনিম্ন ৫.২৫ ডলার হলেই অর্থ উত্তোলন করা যায়। আবার এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করলেই পাবেন ১ ডলার সাইনআপ বোনাস! তাহলে আর কালক্ষেপন না করে আজই রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করতে নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।

Minijobz এ যেভাবে রেজিস্ট্রেশন করবেন :

প্রথমেই Minijobz এ ক্লিক করুন। নিচের মত ফর্ম সম্বলিত একটি পেজ ওপেন হবে। 

এবার Full Name, Email Address, Password, Country এবং Captcha সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং Signup বাটনে ক্লিক করুন। সবকিছু সঠিকভাবে সম্পন্ন করে থাকলে ইমেইল ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ভাবছেন, কিভাবে কাজগুলো করবেন?  মাইক্রোওয়ার্কার্স আর Minijobz প্রায় একই। শুধ দেখতে ভিন্ন। তাই যারা আগে মাইক্রোওয়ার্কার্স এ কাজ করেছেন তারা এই ওয়েবসাইট এ কিছুক্ষণ সময় ব্যয় করলেই সহজেই বুঝে যেতে পারবেন কিভাবে কাজগুলো করতে হয়। 

এবার এর রেফারেল সিস্টেম সম্পর্কে কিছু জেনে নিন -

Minijobz এর রেফারেল সিস্টেম :

এই ওয়েবসাইটটিতে রয়েছে অসাধারণ রেফারেল সিস্টেম। কেন অসাধারণ? নিচের তালিকাটা দেখলেই বুঝতে পারবেন -

  • Minijobz এ প্রতিটি রেফারেল সাইনাপ এর জন্য পাবেন ০.১০ ডলার।
  • আপনার রেফারেল এর একাউন্ট এ ১০ ডলার জমা হলেই আপনি পাবেন ১ ডলার। 
  • যতবারই আপনার রেফারেল এর একাউন্ট এ ১০ ডলার জমা হবে ততোবারই আপনি ১ ডলার পাবেন।
  • ১০ টি রেফারেল সাইনাপ হলেই আপনার অর্থ উত্তোলন এবং জমার ক্ষেত্রে কোন রূপ চার্জ আর কর্তন করা হবে না। 

Minijobz এর পেমেন্ট সিস্টেম:

এই ওয়েবসাইটটিতে রয়েছে দুইটি পেমেন্ট পদ্ধতি। 
  1. Paypal এবং
  2. Payza
আগেই বলা হয়েছে যে, অর্থ উত্তোলন করার ক্ষেত্রে একাউন্ট এ সর্বনিম্ন ৫.২৫ ডলার(৫ ডলার + ৫% চার্জ )  থাকতে হবে তবেই আপনি পেপাল বা পায়জা এই দুটি পেমেন্ট পদ্ধতির যে কোন একটির মাধ্যমে Minijobz থেকে অর্থ উত্তোলন করতে পারবেন । 
এবার সিদ্ধান্ত আপনার। আপনি বিবেচনা করে দেখুন Minijobz এবং Microworkers এই দুই ওয়েবসাইটেই যদি কাজ করতে পারেন তবে কেমন আয় হতে পারে?

আপনার কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে কমেন্টে এ জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ 

XAMPP

হ্যা, আপনার কম্পিউটারেই সার্ভার বানিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন আর এ রকম একটি সফটওয়্যার হলো XAMPP. এটি একটি IDE সফটওয়্যার। যাতে সার্ভার-সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো(যেমন:Php, Asp, Mysql ইত্যাদি) ব্যবহার করে ওয়েব প্রোগ্রামিং এর কাজ করা যায়। 


Image : XAMPP 

Software: XAMPP
Size: 63.2MB

Notepad Plus Plus

Notepad Plus Plus সফটওয়্যার টি ডাউনলোড করার আগে এর ফীচার গুলো এক নজর দেখে নিন এখান থেকে

Image: Notepad ++
Image: Notepad++












Software: Notepad++
Size: 5.57MB

Typing Master Pro

বর্তমানে Typing Master Pro সফটওয়্যার টি টাইপিং শেখার জন্য একদম উপযোগী একটি সফটওয়্যার। যারা টাইপিং বা ডাটা এন্ট্রি শিখতে ইচ্ছুক তাদের জন্য এটি অতন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার. তবে চাইলেই আপনি এই সফটওয়্যার এর ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন না. এর জন্য আপনাকে টাকা খরচ করে এর ফুল ভার্সন কিনতে হবে.

কিন্তু আমরা এখানে তা ফ্রীতে দিচ্ছি. তাই এক্ষুনি ডাউনলোড করে নিন Typing Master Pro আর শিখতে থাকুন টাইপিং



typing master pro full version free download
Image: Typing Master Pro Full Version


Software: Typing Master Pro
Size: 8.73MB

কিভাবে Blogger অথবা Wordpress এ নিজের ব্লগ বানাবেন

Blogger ও Wordpress কি?

Blogger ও Wordpress হছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। Google যে সকল সার্ভিস(যেমন:Youtube,Google+ ইত্যাদি) দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম একটি সার্ভিস এর নাম ই Blogger আর অন্যদিকে Wordpress হলো স্বয়ংসম্পূর্ণ একটি ব্লগিং সার্ভিস। 
blogger or wordpress
Image: Blogger or Wordpress

Blogger আর Wordpress কেন?

আগেই বলা হয়েছে, ব্লগার আর ওয়ার্ডপ্রেস এ ব্লগিং সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এই দুই ওয়েবসাইট এ ব্লগিং করতে আপনাকে কোন অর্থ খরচ করতে হবে না। এছাড়াও এই দুই ওয়েবসাইট আলাদাভাবে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে যার কারণে বেশির ভাগ ব্লগার ই ব্লগিং এর জন্য এই দুই ওয়েবসাইট এর মধ্য থেকে যে কোন একটিকেই বেছে নেন। নিচে ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর সুবিধা গুলো এক নজর দেখে নেয়া যাক

Blogger ও Wordpress এর সুবিধা:

  • সবচেয়ে বড় যে সুবিধাটি এই দুই ওয়েবসাইট দিয়ে থাকে তা হলো : ব্লগ এর ফ্রি হোস্টিং সুবিধা। Blogger এ মোট ১০০ টি পর্যন্ত ব্লগ একাউন্ট খোলা যায়(সুত্র:Blogger Support) আর Wordpress এ যত খুশি তত(সুত্র:Wordpress News)।
  • ব্লগ এর কনটেন্ট(যেমন: ছবি, ভিডিও ইত্যাদি) এর ও ফ্রি হোস্টিং সুবিধা। ব্লগার এ এর সীমা ১ গিগা বাইট - ১৫ গিগা বাইট পর্যন্ত(সুত্র:Blogger Support) আর ওয়ার্ডপ্রেস এ ৩ গিগা বাইট(সুত্র:Wordpress Support)।
  • এই দুই ওয়েবসাইট এ আছে টেম্পলেট বেছে নেওয়ার সুবিধা। তাছাড়াও রয়েছে যে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা টেম্পলেট ও ব্যবহার করার স্বাধীনতা। 
  • টেম্পলেট এডিট করা, ডিলিট করা, রিস্টোর করার ও ব্যবস্থা রয়েছে এখানে। 
  • ব্লগার ওয়েবসাইট এড্রেস হিসেবে কোন থার্ড পার্টি ওয়েব এড্রেস ও ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি যদি কোন ডোমেইন কিনে থাকেন তাহলে তা এখানে আপনার ব্লগের ওয়েব এড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • ব্লগ পোস্টিং এর জন্য রয়েছে ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট। অর্থাৎ MS Word এর মত একটি বিল্ট ইন এপ্লিকেশন। যার মাধ্যমে ব্লগ পোস্ট ডিজাইন করা যায়। যেমন: লিখা ছোট-বড় করা, পোস্ট এ ছবি সংযোজন, লিখার রং পরিবর্তন করা ইত্যাদি। 

তবে এ সকল সুবিধার বিনিময়ে আপনাকে কিছু তো ত্যাগ স্বীকার করতে হবে। আর এই ত্যাগ স্বীকার করতে হবে ওয়েবসাইট বা ব্লগের URL বা ওয়েব এড্রেস এর সাথে। যেমন: ব্লগার ও ওয়ার্ডপ্রেস এ ফ্রি ব্লগিং করতে চাইলে আপনাকে তাদের সাব-ডোমেইন ব্যবহার করতে হবে। ফলে আপনার ওয়েব এড্রেস হবে অনেকটা এরকম: yourwebsite.blogspot.com আর yourwebsite.wordpress.com
[বি:দ্র: ব্লগার এর সাব-ডোমেইন হচ্ছে blogspot আর ওয়ার্ডপ্রেস এর সাব-ডোমেইন হচ্ছে wordpress]


এবার দেখে নেয়া যাক কিভাবে Blogger এ নিজের ব্লগ বানাবেন:

Blogger এ ব্লগ বানানোর প্রক্রিয়া:

প্রথমেই Blogger এ ক্লিক করে Blogger এর হোমপেজ এ প্রবেশ করুন।

"Enter your email" ঘরটিতে আপনার ইমেইল এড্রেস টাইপ করুন। তারপর তার নিচের Next বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেজ এ "Password" ঘরে পাসওয়ার্ড বসিয়ে Sign in বাটন এ ক্লিক করে Sign in করুন।

বাম দিকের "New Blog" বাটন এ ক্লিক করুন। "Title" ঘরে ব্লগ বা ওয়েবসাইট এর নাম আর Address ঘরে ব্লগ বা ওয়েবসাইট এর এড্রেস টাইপ করুন। "Template" সেকশন থেকে আপনার পছন্দের Template টি নির্বাচন করুন। তারপর "Create blog!" বাটন এ ক্লিক করুন। ব্লগ বানানোর কাজ শেষ আর ব্লগ পোস্ট এর কাজ শুরু।

প্রথমবার ব্লগ পোস্টার জন্য "Start Blogging" এ ক্লিক করুন।

নতুন একটি পেজ ওপেন হবে। এবার উপরের ডান দিকে "Publish" বাটন এর বাম পাশে "Post Title" ঘরটিতে পোস্টের টাইটেল এবং এর নিচে লিখার জন্য যে খালি পেজটি রয়েছে সেখানে পোস্ট সম্পর্কে বিস্তারিত লিখুন। বাংলায় টাইপ করার জন্য উপরে "অ" বাটন এ ক্লিক করুন। পোস্ট লিখা শেষ হলে "Publish" বাটন এ ক্লিক করুন।
আপনার ব্লগ বানানোর কাজ এখানেই সম্পূর্ণ হলো।


এবার দেখে নেয়া যাক কিভাবে Wordpress এ ব্লগ বানানোর প্রক্রিয়া:

Wordpress এ ব্লগ বানানোর প্রক্রিয়া:

প্রথমেই Wordpress এ ক্লিক করে wordpress এর হোমপেজ এ প্রবেশ করুন।

"Create Website" বাটন এ ক্লিক করুন। "Site Address" এর নিচের খালি ঘরে আপনার ওয়েব এড্রেস টাইপ করুন। এরপর "Create Your Site and Continue" বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেজ এ Email, Username এবং password ঘরগুলো পূরণ করে "Next Step" বাটনে ক্লিক করুন।

একটি নতুন পেজ ওপেন হবে। পেজটির নিচে "No Thanks" বাটন এ ক্লিক করুন।

অনেক গুলো থীম সম্বলিত একটি পেজ আসবে, সেখান থেকে আপনার পছন্দের থীমটি নির্বাচন করে "Next Step" বাটন এ ক্লিক করুন। তার পরের পেজ এ  "Select Free" নীল্ বাটনটিতে ক্লিক করুন।

এবার শুধু ইমেইল ভেরিফাই করলেই কাজ শেষ। তাই ইমেইল ভেরিফাই করতে আপনার মেইল বক্সে প্রবেশ করুন এবং wordpress থেকে আসা ইমেল টি ওপেন করে এর ভেরিফিকেশন লিংক এ ক্লিক করে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন।

ভেরিফিকেশন লিংক এ ক্লিক করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস একাউন্ট এ লগইন হয়ে যাবেন।

হোমপেজ এ "Hello World!" নামের একটা পোস্ট দেখা যাবে। পোস্ট টি এডিট করতে পারবেন আবার চাইলে ভিউ বাটন এ ক্লিক করে দেখতেও পারবেন।
অভিনন্দন। আপনি এখন একজন Wordpress ব্লগার।


SEO এবং স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ

বর্তমানে SEO এবং সার্চ ইঞ্জিন এর কাজের ধারায় পরিবর্তন এসেছে। আগের মত SEO ওয়েবসাইট কে শুধুমাত্র সার্চ রেজাল্ট এ উন্নতি করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ওয়েবসাইট টি সার্চ রেজাল্ট এ কিভাবে প্রদর্শিত হবে তাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। যেমন:

Structured Data Markup
Image: Structured Data Markup


এই ধরনের পরিবর্তন এসেছে রিচ স্নিপেট বা স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ এর হাত ধরে. প্রশ্ন উঠতে পারে যে - স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ কি?

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ:

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবপেজ এর বিভিন্ন তথ্য এমনভাবে সাজানো হয় যে যাতে করে সার্চ রেসাল্ট থেকেই সেই ওয়েবপেজ এর বিষয়বস্তু ও মান সম্পর্কে ধারণা লাভ করা যায়. সব স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ ই ওয়েবসাইট এ দৃশ্যমান কোন পরিবর্তন আনে না. অর্থাৎ এটি কেবল সার্চ রেসাল্ট পেজেই কার্যকর থাকে. স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ তিন ধরনের হয়ে থাকে. যথা:

১. মাইক্রোডাটা
২. মাইক্রোফরমেটস্
৩. আর ডি এফ এ

মাইক্রোডাটা:

বর্তমানে মাইক্রোডাটা হলো সবচেয়ে জনপ্রিয় স্ট্রাকচার্ড ডাটা. এটি Schema.org ওয়েবসাইট এর একটি উদ্যোগ. জনপ্রিয় সার্চ ইঞ্জিন(গুগল,বিং এবং ইয়াহু) এ ব্যবহার উপযোগী বিভিন্ন শেয়ার্ড স্কিমা ও রয়েছে Schema.org এই ওয়েবসাইটটিতে. এই ধরনের ডাটা মার্কআপ তিনটি এলিমেন্ট নিয়ে কাজ করে. যথা:
  • itemscope
  • itemtype
  • itemprops
নিচে মাইক্রোডাটা ব্যবহার করে কিভাবে ডাটা মার্কআপ করা যায় তার একটি নমুনা দেওয়া হলো:


<div itemscope itemtype=”http://schema.org/Event”>
<span itemprop=”name”>Newyear Concert</span>.
Concert will take place at <span itemprop=”location”>Army Stadium</span>
on <time datetime="2011-05-08T19:30">May 8, 2011 at 7:30pm</time>.
</div>

মাইক্রোফরমেটস্:

মাইক্রোফরমেটস্ হলো বর্ধিত কিছু সাধারণ HTML ট্যাগ যা সেমান্টিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করে. এই ধরনের ডাটা মার্কআপ নির্দিষ্ট HTML এলিমেন্ট এর ক্লাস এট্রিবিউট ব্যবহার করে কাজ করে. তাই বলা চলে, মাইক্রোফরমেটস্ ই সবচেয়ে সহজতর স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ. নিচে মাইক্রোফরমেটস্ ব্যবহার করে কিভাবে ডাটা  মার্কআপ করা যায় তার এর একটি নমুনা দেওয়া হলো:

<ul class="hproduct">
  <li class="brand">MySite!</li>
  <li class="category">Software</li>
  <li class="fn">Microsoft Office 2007</li>
  <li class="description">The world's most popular office suite.</li>
  <li class="url">http://office.microsoft.com</li>
</ul>

আর ডি এফ এ:

আর ডি এফ এ কিছু প্রপার্টি ব্যবহার করে নির্দিষ্ট কিছু এনটিটি কে চিহ্নিত করে যেমন: একজন ব্যক্তি বা একটি অনুষ্ঠান। এই ধরনের ডাটা মার্কআপ <div>, <span> জাতীয় HTML ট্যাগ ব্যবহার করে এনটিটি বর্ণনা করে। আর ডি এফ এ হলো সবচেয়ে কঠিনতর ডাটা মার্কআপ। নিচে  আর ডি এফ এ ব্যবহার করে কিভাবে ডাটা  মার্কআপ করা যায় তার এর একটি নমুনা দেওয়া হলো:


<p vocab="http://schema.org/" typeof="Person">
   My name is
   <span property="name">Manu Sporny</span>
   and you can give me a ring via
   <span property="telephone">1-800-555-0199</span>
   or visit 
   <a property="url" href="http://manu.sporny.org/">my homepage</a>.
</p>

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টুলস্:

কিছু টুল ব্যবহার করে খুব সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ এর ডাটা মার্কআপ করতে পারবেন। নিচে এরকম কিছু জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টুল সম্পর্কে লিখা হলো:

  • Schema .org Creator ব্যবহার করে মাইক্রোডাটা মার্কআপ করা যায় খুব সহজেই এবং দ্রুততার সাথে। কন্টেন্ট টাইপ নির্বাচন করুন(Person, event, review...), প্রয়োজনীয় তথ্য দিয়ে খালি ঘর গুলো পূরণ করুন। আর মাত্র একটি ক্লিক করেই সঠিক মার্কআপ কোড পেয়ে যান.

  • আপনার যদি wordpress ব্লগ বা ওয়েবসাইট থাকে তবে Schema Creator Plugin ব্যবহার করে ডাটা মার্কআপ করতে পারবেন। এটার সুবিধা হলো এই যে এটি খুব শর্ট কোড ব্যবহার করে। 

  • মাইক্রোফরমেটস্ এর নিজস্ব কিছু টুল আছে hCard, hCalendar এবং hReview মার্কআপ করার জন্য।

  • RDFA Play হলো সবচেয়ে সহজতর আর ডি এফ এ ভিত্তিক একটি ডাটা মার্কিং টুল। এর সুবিধা হলো যে এর মাধ্যমে শুধু ডাটা মার্কিং নয়, ডাটা মার্কিং কোড কে এডিট এবং ডিবাগ ও করা যায়.

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টেস্টিং টুলস্:

ডাটা মার্কআপ এ কোন ভুল আছে কি না তা যাচাই করা জরুরি। তাই ডাটা মার্কআপ করার পর তা পরীক্ষা করতে হয়। নিজে নিজে লাইন এর পর লাইন ডাটা মার্কআপ পরীক্ষা করাটা অনেক সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। তাই ডাটা মার্কআপ টেস্টিং টুল ব্যবহার করা সুবিধাজনক। আর ডাটা মার্কআপ টেস্টিং টুল শুনতেই যে টুলটির নাম মাথায় আসে তা হলো Google’s Rich Snippet Testing Tool
এটি ই সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটা মার্কআপ টেস্টিং টুল. যে কোন ব্লগ বা ওয়েবসাইট এর ডাটা মার্কআপ এর মাধ্যমে টেস্ট করা যায়।

Microworkers ছোট ছোট কাজ করে আয় করুন, কোন আবেদন ছাড়াই!

অনেকেই জানেন ফ্র্রিলেন্সিং সাইটগুলোতে একটা কাজ এর জন্য কত কত আবেদন জমা পরে। বিশেষ করে ডাটা এন্ট্রির প্রজেক্ট গুলোর জন্য শত শত আবেদন করা হয়ে থাকে। তাই এই কাজ গুলো পেতে অনেক কষ্ট করতে হয়। তবে এমন একটি সাইট আছে, যাতে আপনি কোন আবেদন ছাড়াই কাজ পেতে পারেন। সাইট টি হলো microworkers.com 

Microworkers ছোট ছোট কাজ করে আয় করুন, কোন আবেদন ছাড়াই!
Image: Microworkers


এ মার্কেটপ্লেস টিতে একাউন্ট খোলার সাথে সাথেই কাজ শুরু করা যায়। মজার কথা হলো এই ওয়েবসাইট টি তে কাজ আপনার জন্য বরাদ্দ করা থাকে। তাই কাজ এর জন্য আর আবেদন করতে হয় না। তাই দেরী না করে কাজ শুরু করে দিন।ভাবছেন... এটি কোনো প্রতারনা নয় তো?না... কারন এটি একাউন্ট খুলতে কোনো টাকা পয়সা নেয় না। এবং নিয়মিত টাকা পরিশোধ করে থাকে। আরো একটি দেখার বিষয় হলো এই মার্কেটপ্লেস এ একটির বেশি একাউন্ট খোলা যায় না। এবং একবার একাউন্ট এ ভুল তথ্য দিলে তা পরিবর্তন বা বাতিল করা যায় না। আবার এটি এত জনপ্রিয় যে এর দেখাদেখি বেশ কিছু ওয়েবসাইট তৈরী হয়েছে। যেমন: minijobs.comএবার বুঝতেই পারছেন...  এটি একটি ভেরিফাইড ওয়েবসাইট। তাহলে আসুন জেনে নেওয়া যাক এর একাউন্ট খোলার প্রক্রিয়া।



যেভাবে একাউন্ট খুলবেন:


প্রথমেই microworkers.com এ যান। সেখানে Register for free তে ক্লিক করুন।

Image: Microworkers
Image: Microworkers Homepage

এরপর একটি ফর্ম আসবে, সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে submit বাটনে ক্লিক করতে হবে। 

Image: Microworkers
Image: Microworkers Signup Form

বি:দ্র: address, zip code, city, state/region, country of residence সতর্কতার সাথে পূরণ করুন। তথ্য পূরণে কোন ভুল হলে পরিবর্তনের কোন সুযোগ নেই।

সব কিছু ঠিক থাকলে আপনার ইমেইল এড্রেস টি ভেরিফাই করতে হবে। ইমেইল এড্রেস ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট এ প্রবেশ করুন, দেখবেন সেখানে একটি নতুন ইমেইল এসেছে। ইমেইল টি ওপেন করুন, একটি ভেরিফিকেশন লিংক পাবেন সেই লিংক এ ক্লিক করুন। বেস আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে।এখন আপনি কাজ শুরু করতে পারেন।

যে সকল কাজ পাওয়া যাবে:


যে কোনো ছোট ছোট কাজ এখানে পাওয়া যাবে। যেমন:

  • একাউন্ট(facebook,youtube,twitter etc) সাইন আপ করা। (০.০৮-০.৩০ ডলার)
  • Youtube কমেন্ট করা।(০.১৪ ডলার)
  • ফেসবুক এ like দেওয়া।(০.০৮ ডলার)
  • বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা।(০.৬৫-১ ডলার)
  • ব্লগ পোস্টিং করা। (০.৬৫-৪.০০ডলার)
  • সফটওয়্যার ডাউনলোড করা (০.৭৫-১.৭৫ ডলার)।
তবে উপরে বর্ণিত কাজগুলোর মধ্যে থেকে ফোরাম পোস্টিং এবং ইয়াহু আনসার এর কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এতে আয়ের সুযোগ ও বেশি। 


অর্থ উত্তোলন পদ্ধতি:


অর্থ উত্তোলনের ক্ষেত্রে microworkers.com মানিবুকারস বা স্ক্রীল, পেপাল এবং ডলা সাপোর্ট করে। তাই এ সকল ই-ব্যাংক এর যেকোনো একটিতে একাউন্ট থাকলেই টাকা উত্তোলন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী আপনার microworker এর একাউন্টে কমপক্ষে ৯ ডলার(microworkers এর ফি ছাড়া) থাকতে হবে। পাশের চিত্র অনুযায়ী microworkers এর ফি নির্ধারণ করা হয়ে থাকে। যদি (৯ ডলার + microworkers ফি) পরিমান অর্থ আপনার একাউন্টে থাকে তাহলেই আপনি money withdrawal request অর্থাৎ অর্থ উত্তোলনের আবেদন করতে পারবেন।অর্থ উত্তোলনের আবেদন করার জন্য Withdraw ট্যাব এ ক্লিক করুন।

Image: Microworkers
Image: Microworkers Money Withdraw Tab
তারপর Place a new withdrawal request এ ক্লিক করুন।


Payment option থেকে skrill নির্বাচন করুন।এরপর Amount to withdraw এর ঘরে উত্তোলন এর পরিমান লিখুন।Send payment to এর ঘরে আপনার ইমেইল ঠিকানা দিন(যে ইমেইল ঠিকানা দিয়ে স্ক্রীল অথবা পায়জা ওপেন করছেন)Your password এর ঘরে আপনার microworkers এর পাসওয়ার্ড দিন.E-mail verification pin এর পাশের খালি ঘরের নিচে Click here to send PIN to your Email বাটন টিতে ক্লিক করুন। আপনার ইমেইল এ যান দেখবেন সেখানে একটি নতুন ইমেইল এসেছে। মেইল টিতে ক্লিক করে ওপেন করুন। সেখানে দেওয়া পিন নাম্বার টি কপি করুন। E-mail verification pin এর পাশের খালি ঘরে পেস্ট করুন। তারপর Submit request বাটন এ ক্লিক করুন। উত্তোলনের টাকা কেটে অবশিষ্ট টাকা একাউন্টে জমা এবং Payment on hold দেখাবে।  প্রথম বার অর্থ উত্তোলনের ক্ষেত্রে microworkers অর্থ উত্তোলনের জন্য একটি পিন নাম্বার আপনার বাসার ঠিকানায় পাঠাবে। পিন নাম্বার টি আপনার ঠিকানায় পৌছাতে ২১-২৫ দিন সময় লাগতে পারে। মনে রাখবেন, এই প্রক্রিয়াটি কেবল একবারই হবে, অর্থাৎ withdrawal একটিভ হয়ে গেলে আপনাকে আর এই ঝামেলা করতে হবে না। পিন পেয়ে গেলে মাইক্রোওয়ার্কার্স একাউন্ট এ প্রবেশ করে Withdraw ট্যাবে ক্লিক করুন। নিচের মত কিছু লিখা থাকবে-


— PIN was mailed to you - activate withdrawals
PIN was mailed (to the Address you provided) on "2015-04-29"    Enter PIN numberIf you didn't receive the PIN after 21 days, you can request a new PIN 

Enter PIN number এ ক্লিক করুন। পিন নম্বর টি খালি বক্সে টাইপ করুন তারপর Submit PIN বাটন এ ক্লিক করুন। "PIN number accepted" দেখাবে। এবার স্ক্রীল এ টাকা জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে আপনার স্ক্রীল এর একাউন্ট এ ঢু মেরে আসবেন। দেখবেন দু একদিন এর মধ্যে টাকা স্ক্রীল এ জমা হয়ে গেছে। এবার স্ক্রীল থেকে টাকা আপনার ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করুন। প্রসেসটি সম্পন্ন হতে এক দিন সময় লাগতে পারে।এবার আর কি? ব্যাংক থেকে গিয়ে টাকা নিয়ে আসুন।